নদী রক্ষায় সকলকে উদ্বুদ্ধ করতে ঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ নদের কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সহযোগিতায় শহরের ব্রীজঘাট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে রোভার স্কাউটদের সাথে নিয়ে নৌকা চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এর আগে তিনি বলুহর ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামে গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইরফানুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, সহকারি কমিশনার, উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক, সামাজিক, সাংবাদিক সহ নদী পাড়ের শত শত মানুষ।
কপোতাক্ষ নদের কচুরিপানা অপসারণ উপলক্ষে নদীকেন্দ্রিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেপ্র/আরপি