কোটচাঁদপুর তিন দিবস পালনে প্রস্তুতি মূলক সভা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা করা হয়।
এ সব দিবসের মধ্যে রয়েছে, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা। উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা উছেন মে দিবসগুলো পালনের প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপমা রায়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃআব্দুর রশিদ, সাবেক কমান্ডার বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার অশিত বরণ পাল,পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী,সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুলা বাশার প্রমুখ।
এ সময় দিবস গুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা।