ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার নব-নিযুক্ত মেয়র-কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরা শপথ গ্রহন করেছেন। শনিবার বেলা ১১ টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে বিভাগীয় কমিশনার ইসমাঈল হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।
পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারী কোটচাঁদপুর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্টিত হয়। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে সহিদুজ্জামান সেলিম নির্বাচিত হন। এছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর হিসাবে মাহবুব খান হানিফ (১ নং), আব্দুল মাজেদ (২নং), মোঃ জাহিদ হোসেন (৩নং), সুব্রত চক্রবর্তী (৪নং), শেখ সোহেল আরমান (৫নং), মোঃ শরিফুল ইসলাম (৬নং), খায়রুল ইসলাম (৭নং), সোহেল আল-মামুন (৮নং), এবং মোঃ রকিব উদ্দীন (৯নং)। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসাবে রত্না পারভিন বেলী (১,২,৩) গাজী তানজিমা পিউলি (৪,৫,৬) ও মোছাঃ শারমিন আক্তার সাথী (৭,৮,৯) বেসরকারি ভাবে বিজয় লাভ করেন। নির্বাচনের ২৭ দিন পর আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পাঠ করান। শপথ শেষে জনপ্রতিনিধিরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমানের সমাধীস্থলে শ্রদ্ধা জানান।