মটর সাইকেল শো-ডাউন নিয়ে, দীর্ঘ দুই বছর পর আবারও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান (সেলিম) রবিবার বিকেলে শহরে এ শো-ডাউন দেন তিনি।
জানা যায়, গেল ২০২১ সালের ৩০ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মোবাইল প্রতিক নিয়ে নির্বাচন করেন সহিদুজ্জামান (সেলিম)। এতে করে দলীয় শৃংঙ্গলা ভঙ্গের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। বহিষ্কৃত হন তিনি।
এরপর থেকে আওয়ামী লীগের সব ধরনের সভা সমাবেশ থেকে নিজেকে বিরত রাখেন তিনি।
গেল ২০২২ সালে ১৭ ডিসেম্বর গনভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ক্ষমার লিখিত চিঠি পান মেয়র সহিদুজ্জামান (সেলিম)।
এরপেক্ষিতে রবিবার বিকেলে মটর সাইকেল শো-ডাউনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন তিনি।
এ সময় শো- ডাউনে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান শরিফুনেসা মিকি,যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র সোহেল আরমান,কোটচাঁদপুর পৌর প্যানেল মেয়র (২) ও স্বেচ্ছা-সেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, কাউন্সিলর মোঃ রকিব উদ্দিন,সোহেল আল মামুন।
শো-ডাউন উপলক্ষে রবিবার দুপুর থেকে স্থানীয় বালক বিদ্যালয় মাঠে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।
বিকেল ৪ টার সময় মেয়র সহিদুজ্জামান সেলিম আসেন মাঠে। এরপর শ্লোগানে শ্লোগানে মুখরিত শো-ডাউনটি বের বালক বিদ্যালয় থেকে। পরে মিছিল পৌরসভার প্রতিটি সড়ক প্রদর্ক্ষিন শেষে বাজার চত্বরে এসে শেষ হয়।