ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে শহরের কাশিপুর পৌর ডিগ্রি কলেজ মাঠ চত্তরে এই সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক (অবঃ) ফারজেল হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, সরকারি কে.এম.এইচ ডিগ্রি কলেজের উপাধাক্ষ্য রেজাউর রহমান, মডেল থানার পরিদর্শক(তদন্ত) ইমরান আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, সহ-সভাপতি লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক শহিদুজ্জামান সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: হুমায়ন।
এছাড়াও ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, মিজানুর রহমান খাঁন, আব্দুল হান্নান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেপ্র/ আরপি