কোটচাঁদপুর পৌর শহরের মোড়ে মোড়ে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো হয় এ অভিযান। অভিযান পরিচালনা করেন,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,অভার স্প্রিডে মটর সাইকেল চালনো,এক মটর সাইকেলে ৩ জন চড়া,হেডমেট বিহিন মটর সাইকেল চালানো,সড়কের উপর দোকান বসানো,কাঠ রাখা,অবৈধ পাকিং সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েক জনকে বিভিন্ন পরিমানে অর্থদন্ড করেন।এ সময় সর্তক বার্তাও দেন আরো কয়েক জনকে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের মোড়ে মোড়ে চালানো হয় এ অভিযান।
অভিযানে অর্থদন্ড করা হয়,তাসনিম স্টোরের মালিক মোঃ আব্দুল জলিল কে ১ হাজার টাকা, কাজী স্টোর কে ১ হাজার টাকা, বলুহর বাস স্ট্যান্ডের আব্দুল মজিদ ফল ভান্ডার কে ২ হাজার টাকা,বাসুদেব ফল ভান্ডার কে ২ হাজার টাকা,হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে মিঠু কে ২ শত টাকা,জাহিদ কে ২শত টাকা, মোটরসাইকেল চালানো অবস্থায় মোবাইলে কথা বলা হেলমেট,রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে ২ হাজার টাকা,হেলমেট বিহীন তিনজন একই মটর সাইকেলে চড়ার অভিযোগে ৫শত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এ ছাড়া অবৈধ ভাবে ট্রাক পার্কিং করে ব্রীজের উপর রাখায় একজনকে ৫শত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এ সময় সতর্ক করেন,আব্দুল মজিদ ফল ভান্ডার, রনি সাইকেল স্টোর,রথী টেডার্স,মাধব জুয়েলার্স,সাইফুল চা স্টোর,সুমাইয়া স্টোর,আশিক এন্টারপ্রাইজ,তাওয়াকুল হোমিও হল,সোহেল স্টোর,লাবনী এন্টারপ্রাইজ,সূর্য ইলেকট্রনিক্স,ব্রীজঘাট মোড়ের রেনেসাঁ সেনেটারী, রায়েছাদকে।
অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী কোটচাঁদপুর মডেল থানার এস আই মোঃ ইদ্রিস,সহ পুলিশ ও আনসার সদস্যরা।