ঝিনাইদহের কোটচাঁদপুর সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের বাৎসরিক পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের দুধসারা সড়কে অবস্থিত প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিার সকালে ফিতা কেটে ৩য় তম এ মেলার উদ্বোধন করেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক শিশির আহম্মেদ শিলন। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানের ক্যাম্পাস বিভিন্ন রং-বেরঙ্গের বেলুন ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সাবেক পৌর মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল, স্থানীয় পৌর কাউন্সিলর মাহবুব খাঁন হানিফ। মেলায় ১১ টি স্টলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা গ্রামীণ ঐতিহ্যর বিভিন্ন প্রকারের পিঠা তৈরী করে অংশগ্রহন করেন।
এছাড়াও পিঠা মেলায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক বিমল ভৌমিক, প্রভাষক জাহিদুল ইসলাম মোস্তফাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।