কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইঞ্জিন চালিত ভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মোজাম বিশ্বাস।
ভুক্তভোগি মোজাম বিশ্বাস বলেন, গতকাল মঙ্গলবার সকাল ১১ টা বাজে। বাড়ি থেকে বের হয়ে একজন যাত্রী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর তাকে নামিয়ে দিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের উপর বসে ছিলাম। কিছুক্ষণ পর পাশের বাথরুমে যায়। ফিরে এসে ভ্যানটি আর পায়নি।
এরপর অনেক খোজ করি চারিদিকে। না পেয়ে বাড়ি ফিরে যায়। তিনি বলেন, আমার সংসারে তিন কণ্যা সন্তান আর স্ত্রী। পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। যাদের প্রত্যেকের মুখে আহার জোটে আমার আয়ের উপর। এখন আমার বাড়ির ৫ শতক ওই মাথা গোছার জমি ছাড়া আর কিছু নাই আমার।
মোজাম বলেন,ভ্যানটি কালিগঞ্জের ইসলামী ব্যাংক থেকে লোন করে কিনে ছিলাম। যার কিস্তি এখনও চলছে। ভ্যান হারিয়ে এখন উভয় সংকটে আমি। একদিকে কিস্তি,অন্যদিকে প্রতিদিনের সংসার চালানো খরচ। এ ছাড়া কয়েক দিন পর ঈদ। এখন আমি কি করবো,আর কোথায় গেলে এর সমাধান মিলবে তা আমি বুঝতে পারছিনা। মোজাম বিশ্বাস কালিগঞ্জ শাহপুর -ঘিঘাটি আবাসন সংলগ্ন পাড়ার বাসিন্দা। সে ওই পাড়ার আবুল হোসেনের ছেলে। বুধবার বিকালে মোজাম বিশ্বাস কোটচাঁদপুর থানায় অভিযোগ করেন।
উল্লেখ,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চুরি এখন নিত্য দিনের ঘটনা। এর আগে ও অনেকের অনেক কিছু চুরি হলেও কেউ কিছু ফেরত পায়নি। এটা কতৃপক্ষের অবহেলায় ঘটছে বলে অভিযোগ ভুক্তভুগীদের।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরঙ্গ বর্মন বলেন, আজ বিকেলে এ সংক্রান্ত একটা অভিযোগ করেছেন এক মুরুব্বী।