১৫০ পিচ ইয়াবা সহ দুই জনকে আটক করেছেন কোটচাঁদপুরের গুড়পাড়া ফাঁড়ি পুলিশ। বুধবার বিকালে গুড়পাড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
কোটচাঁদপুরের গুড়পাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল্লা আল মামুন জানান,গোপন সংবাদে জানতে পারি দুই জন ইয়াবা বিক্রির উদেশ্যে বাজারে ঘোরাঘুরি করছেন। তাদের সন্দেহ জনক ঘোরাঘুরি দেখে আটক করা হয়। পরে ওই দুই জনের বডিতে থাকা ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন,আলমডাঙ্গার মাজু গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে সেন্টু শেখ (২৫),ও কুষ্টিয়ার আশাননগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।