আগামী ২১ জুন পর্দা উঠতে যাচ্ছে ৪৮তম কোপা আমেরিকার। প্রথম ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা। আর মূল পর্বের খেলায় মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেসিরা। এই দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও গুয়াতেমালা। আগেই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছিল।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার মূল পর্বের খেলার মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করতে দুটি ম্যাচ খেলবে। তবে সে সময় দুই ম্যাচের প্রতিপক্ষ প্রকাশ না করলেও গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে তা নিশ্চিত করে দেয়।
এ দুই প্রস্তুতি ম্যাচ নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘খেলোয়াড়েরা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যে দুটি ম্যাচ আছে, এর মধ্যেই দল প্রস্তুত হয়ে যাবে।’
এদিকে আসন্ন আসরটিতে ‘এ’ গ্রুপে রয়েছে মেসিরা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেরু, চিলি ও কানাডা। যদিও টুর্নামেন্টটির চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি গেল আসরের চ্যাম্পিয়নরা।
সূত্র: ইত্তেফাক