নিউজিল্যান্ডের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) লিঙ্গ বৈষম্য দূর করল। বিরাট কোহলিদের মতো এখন থেকে সমান ম্যাচ ফি পাবেন হরমনপ্রিত কাউররা। গত জুলাই মাসে এমন সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
গত কয়েক বছর ধরে দারুণ পারফরম্যান্স করছে ভারতীয় নারী ক্রিকেট দল। চলতি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে জিতে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয় হরমনপ্রিত কাউরের নেতৃত্বাধীন ভারতীয় নারী ক্রিকেট দল।
এ বছরই বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সিলভার পদক জিতে ভারতীয় নারী দল। সাম্প্রতিক ইংল্যান্ডের মাঠে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় লাভ করে ভারতীয় নারী দল।
নারী দলের এমন দারুণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিরাট কোহলিদের সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন থেকে কোহলিদের মতো বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা টেস্ট ম্যাচের জন্য ১৫ লাখ, ওয়ানডে ম্যাচের জন্য ৬ লাখ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৩ লাখ করে টাকা পাবেন।
এ ব্যাপারে বিসিসিআইয়ের সচিব জয় শাহ টুইটারে লিখেছেন- আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে বিসিসিআই বৈষম্য মোকাবেলায় প্রথম পদক্ষেপ নিয়েছে। আমরা আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য বেতন ইক্যুইটি নীতি বাস্তবায়ন করছি। আমরা ক্রিকেটে লিঙ্গ সমতার একটি নতুন যুগে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুরুষ-নারী ক্রিকেটারদের ম্যাচ ফি একই হবে।