ক্যান্সারে আক্রান্ত আয়শার পাশে “ভালোবাসার বন্ধন দর্শনা”

ছোট্র একটা সংগঠন নাম তার ভালবাসার বন্ধন দর্শনা এই ছোট্র সংগঠনটি ধীরে ধীরে মানুষের মন জয় করে ফেলেছে ইতিমধ্যে।

সংগঠনটি অসহায় ও ক্যান্সার আক্রান্ত ও হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী সহ অসহায় মেয়ের বিবাহ সব ধরনের সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে সংগঠনটি।

শনিবার বেলা ১১ টার দিকে দর্শনা পুরাতন বাজারে ভালবাসার বন্ধন দর্শনার সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে অসহায় বাবার হাতে নগদ অর্থ তুলে দেন ভালবাসার বন্ধন দর্শনা।

দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীরের ছোট্ট মেয়ে আয়শা ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে বিছানায়। চিকিৎসার অভাবে মেয়েটি কাতরাচ্ছে বিছানায়। ঠিক তখনই চিকিৎসার সহায়তায় হাত বাড়িয়ে এগিয়ে আসলেন ভালবাসার বন্ধন দর্শনা’র সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ভালবাসার বন্ধন দর্শনার পরিচালক আরিফ তরফদার, উপদেষ্টা এস এ এম কিবরিয়া আজম, সাধারণ সম্পাদক মিয়া নুরনবী সুমন, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, দপ্তর সম্পাদক আসহাবুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: ফাতেম, নির্বাহী সদস্য আমিনুর রহমানসহ দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন প্রমুখ।