আড়াই বছর বয়সী ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসায় সহযোগিতা করেছেন দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটি। হিমোফিলিয়া-এ (ক্যান্সার) আক্রান্ত শিশু আহানাফ আবিদ দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের শান্তি মিয়ার ছেলে ।
গতকাল শুক্রবার সকালে বাসস্ট্যান্ডস্থ মনি ফল ভান্ডারে শিশুটির সুচিকিৎসায় তার পিতার হাতে আর্থিক সহায়তা তুলে দেন দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান রতন, সহসভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক সাদেক আলী বিশ্বাস পাখি, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। শিশুটিকে যারা সহযোগিতা করতে চান শিশুটির পিতার উল্লেখিত (০১৯৫২১৩১১৬৮) মোবাইল নাম্বারে যোগাযোগ করার আহ্বান করা হল।