সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ক্যানসার হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে শিল্পীর পাশে আছেন আরেক কণ্ঠশিল্পী জাহাঙ্গীর সাঈদ। গণমাধ্যমকে তিনি জানান, শনিবার এন্ড্রু কিশোরের ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে। ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর গেছেন জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। তখন তার কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এ কারণে তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এড্রেনাল গ্লান্ড বড় হয়ে গেছে। পাশাপাশি তার আরেকটি সমস্যা ছিল জ্বর। প্রতিদিন তার জ্বর আসছে। রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন এন্ড্রু কিশোর ক্যানসারে ভুগছেন। এখন তার চিকিৎসা শুরু হয়েছে।
মেপ্র/বিনোদন ডেস্ক