ফোনের পর্দায় ওয়েবসাইটের লেখা ছোট দেখা যায়। ফলে পড়তে সমস্যা হয় অনেকের। বিষয়টি অজানা নয় গুগলের কাছেও। তাই ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটের লেখা ২০০ গুণ পর্যন্ত বড় করে দেখার সুযোগ দিয়ে থাকে গুগল। কিন্তু এ সুবিধা কাজে লাগিয়ে ফোনের পর্দায় ছবি বা ভিডিও বড় করে দেখা যায় না। ফলে অনেকেই বিরক্ত হন। সমস্যা সমাধানে এবার ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটের লেখা, ছবি ও ভিডিও ৩০০ গুণ পর্যন্ত বড় করে দেখার সুযোগ চালু করতে যাচ্ছে গুগল।
ওয়েবসাইটের লেখা, ছবি ও ভিডিও ৩০০ গুণ পর্যন্ত বড় করে দেখার সুযোগ দিতে নিজেদের পেজ জুম সুবিধার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে গুগল। ফলে ব্যবহারকারীরা সহজেই ক্রোম ব্রাউজারের সেটিংস অপশনে প্রবেশ করে নিজেদের প্রয়োজনমতো ওয়েবপেজ জুমের বিভিন্ন অপশন নির্বাচন করতে পারবেন। সেটিংস পরিবর্তন করলেই পরবর্তী সময়ে চালু করা সব ওয়েবসাইটের লেখা, ছবি বা ভিডিও বড় দেখা যাবে।
পেজ জুম সুবিধায় লেখা, ছবি ও ভিডিও ৩০০ গুণ পর্যন্ত বড় দেখা গেলেও ওয়েবসাইটের মূল নকশায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে গুগল। ফলে স্বচ্ছন্দে ওয়েবসাইটের সব সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে। বর্তমানে ক্রোম ব্রাউজারের বেটা সংস্করণ ব্যবহারকারী এ সুযোগ পরখ করার সুযোগ পাচ্ছেন। ব্যবহারকারীদের মতামত ও কার্যকারিতা পর্যালোচনার পর শিগগিরই এ সুবিধা সব অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: দ্য ভার্জ