মাঠের পরে থাকে চাষী সারাটাদিন ভর,
কষ্ট করে ফসল ফলায় পায়না ন্যায্য দর।
মাথার পরে বৃষ্টি ঝরে দিন অবধি রোদ
ঘামের দামে ফসল ফলে কার’বা আছে বোধ?
অর্ধাহারে থাকে চাষী বুকে পায়না জোর,
মাথায় তাদের চিন্তা থাকে মোরগ ডাকলেই ভোর,
যায়তে হবে মধ্য মাঠে ক্ষেতে পাকা ধান,
নষ্ট হবে কষ্টের ফসল হঠাৎ এলে বান।
ফসল এলে চাষীর ঘরে পরে খুশির ধুম,
কাজের চাপে তাদের ঘরে থাকে নাতো ঘুম।
একটুখানি সুখের সময় কেমনে চলে যায়
অল্প দামে ফসল বেচে বুকে ব্যথা পায়।