মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, আগামীতে খাদ্য সংকট দুর করতে বাড়ির আঙিনায় সব্জীর চাষ করতে হবে। বিশেষ করে আমাদের বাড়ির আঙিনার পতিত জমিগুলো বিভিন্ন শাক সব্জীতে ভরিয়ে তুলতে হবে। এক খন্ড জমিও ফেলে রাখা যাবেনা। পতিত জমিগুলোর পাশাপাশি আমাদের বাড়ির ছাদেও সব্জী চাষ করতে হবে। এর ফলে আমাদের যেমন খাদ্য সংকট দুর হবে তেমনি আর্থিকভাবেও লাভবান হতে পারবো।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন সব্জীর বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সব্জী বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সামসুজ্জোহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টার, আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, কাথুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক ছাত্র নেতা আনিসুজ্জামান লুইচ, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুজ্জামান শিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি আরো বলেন, আমরা এখন নানা ধরনের ভেজাল খাবার খেয়ে পেটের পিড়াসহ নানা ধরণের অসুখে ভুগছি। আমরা পতিত জমি গুলো ব্যবহার করে বিষমুক্ত খাদ্য উৎপাদন করে আমাদের শরীর ও মন ভাল রাখতে পারবো।
খাদ্য সংকট সময়ে নিজ নিজ অবস্থানে থেকে নিজেদের পরিতত জমিতে কৃষির মাধ্যমে চাষ করা ও সবাইকে উদ্বুদ্ধ করার আহবান জানান তিনি। সব্জী বীজের পাশাপাশি বিভিন্ন সব্জীর গাছও তুলে দেন প্রধান অতিথি।