পথের ধারে উঠছে বেড়ে
ছোট্ট খেজুর গাছ,
সেই গাছেতে আবুল চাচা
করছে রসের চাষ।
বিকাল বেলায় গাছে উঠে
কেটে বসায় হাড়ি,
সকাল বেলা উঠে নামায়
পাঠায় যে রস বাড়ি।
এ রস দিয়ে মায়ে আমার
বানায় সিন্নি মিঠা,
কখনো বা নানান রকম
মজার মজার পিঠা।
শীতের দিনে মন ভরেছে
খেজুর রসের গুণে,
পাখপাখালি তাদের মনে
খুশি যায় যে বুনে।