আমার আমিকে আর পারি না বুঝতে,
একা একাই চলি আগামীকে খুঁজতে।।
চারিদিকে ফোটা কত-শত শত ভরসা,
নিমিষে সব চাওয়া হয় শুধু কুয়াশা।।
হায় হায় কথা দিয়ে কেউ রাখে না কথা,
ভালবাসা কেড়ে নেয়! দেয় কঠিন ব্যথা।।
পোড়ামন কেনো যে আর মানে না বারণ,
দু’চোখে আঁকে হায় কত সোনালী স্বপন।।
হাজারো ব্যথা, বেদনায় ভরে এ অন্তর,
তবুও কি যে আশায় বাঁধি খেলাঘর।।
হিসাবের খাতাটা যায়, উড়ে যায় ঝড়ে,
মেলে নাকো, হিসাব নিকাশ অঙ্ক করে।।
সময় শেষ হলে আটকে যায় লেন-দেন,
কি যেন রয় বাকি? বুকেতে ব্যথার সফেন।।
নিভে যায় আশার আলো জ্বলে না বাতি,
জ্যোৎস্না রাতের মাঝে নামে কালো রাতি।।