খ্রীষ্ট ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।
বড়দিন উপলক্ষে আজ বুধবার বিকালে তিনি গাংনী উপজেলার নিত্যানন্দপুর, পাকুড়িয়া, জুগিন্দা গ্রামের খ্রীস্টান ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি নিত্যনন্দপুর গ্রামে শুভ বড়দিনের উপলক্ষে আয়োজিত দিনব্যাপি মেলা পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন গাংনী পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, বিএনপি নেতা ফজলুর রহমান, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হােসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।