চারিদিকে ঘন কুয়াশার চাদর
আর, হাড়কাঁপানো শীত রে!
কাঁপছে যেন গ্রামীণ জনজীবন
কাঁপছে গ্রামীণ জনপদের ভিত রে!
কুঁয়াশার সাদা মেঘের ভেলায়
আশেপাশে যায় না কিছুই দেখা,
সূর্য মামার যেন রাগ হয়েছে
জ্বালে না তার আলোর রেখা।
শীতবস্ত্রের অনেকের বড্ড অভাব
তাই, জ্বালায় তারা খড়কুটো,
বিত্তবানেরা তো দান করতেই পারে
যাদের আছে আরও দুটো।
গাঁও-গেরামের গরীব মানুষগুলোর
শীতে বাড়ে বেজায় রকম কষ্ট,
সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে
শিশু-বুড়োর জীবনটাই যেন নষ্ট।
পৌষ-মাঘের এই শীতের কালে
গাছে গাছে সবুজ পাতা যায় ঝরে,
শুনি শুকনো পাতার মর্মর ধ্বনি
কনকনে ঠাণ্ডায় মন কেমন করে।
শুকিয়ে যায় খাল-বিল পুকুর-ডোবা
নদ-নদীর বুকে জাগে বড়ো বড়ো চর,
যাতায়াতে বাড়ে ভীষণ ভোগান্তি-কষ্ট
দূরযাত্রা হয়ে যায় আত্মীয়-বন্ধুর ঘর।