গাঁজা সেবন ও রাখার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে এ দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
দন্ড প্রাপ্ত আসামী উপজেলার হিন্দা গ্রামের পশ্চিমপাড়ার মৃত মুরাদ মন্ডলের ছেলে মোঃ একছার আলি।
আদালত সুত্রে প্রকাশ, মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিল ২৯ (ক) ধারায় ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এর আহে তাকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।
– গাংনী প্রতিনিধি