মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশন এর উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে সাপ্তাহিক অগ্নি নির্বাপন মহড়ার অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়।
বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী জানান, প্রতি বছরই অগ্নিকান্ডে অনেক জানমালের ক্ষতি হয়। অতি গুরুত্বপূর্ণ এ বিষয়ে সকলের সচেতনতা খুবই জরুরি। পরিবারের সকল সদস্যকে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রাথমিক কৌশলগুলো জেনে রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিঙ্গুইসার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে।
এসময় চৌগাছা গ্রামের জনগণকে কিভাবে ফায়ার এক্সটিঙ্গুইসার ব্যবহার করতে হয় সে বিষয়ে অবগত করা হয়। একই সাথে ফায়ার এক্সটিঙ্গুইসার ব্যবহার করে কিভাবে অগ্নি নির্বাপন করতে হয় সে লক্ষ্যে উপস্থিত জনগনকে তা ব্যবহার করে দেখাতে বলা হয়। সবার কাছে নিকটবর্তী ফায়ার সার্ভিসের ফোন নং ১৬১৬৩ সেভ করে রাখার পরামর্শও দেওয়া হয়।
প্রায় ঘন্টা ব্যাপী এ মহড়ায় কিভাবে এবং কত দ্রুত আগুন নেভানোর পদক্ষেপ নিতে হবে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিতে হবে সে পদ্ধতি দেখানো হয়।
অগ্নি নির্বাপন মহড়ায় বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী ছাড়াও আরিফুর রহমান, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, মতিয়ার রহমান ও ড্রাইভার আরিফ উপস্থিত ছিলেন।