মেহেরপুরের গাংনীতে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ একটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা প্রদান করেছে গাংনী উপজেলা প্রশাসন। গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের মহব্বতপুর গ্রামের হিরাজ উদ্দীনের মেয়ে রেহেনা খাতুনের হাতে ৬ হাজার টাকার চেক২ বান্ডিল ঢেউটিন সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের গাংনী উপজেলা অফিসের উদ্যোগে ঢেউটিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী।
বামুন্দি ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস,পিআইও অফিসের প্রধান সহকারি রেজা আহাম্মেদ, বামুন্দি ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মহিউদ্দীন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারী অগ্নীকান্ডের ঘটনায় উপজেলার মহব্বতপুর গ্রামের বিধবা রেহেনা খাতুনের বসত ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।
-নিজস্ব প্রতিনিধি