গাংনীতে অবৈধভাবে ইটভাটা স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছেন গাংনী পৌর বাসিন্দারা। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার সমীপে স্মারকলিপি প্রদান করা হয় এবং এলাকাবাসী সমবেত হন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, গাংনী পৌর এলাকায় গাংনী মৌজার বোয়ালীয়া মাঠে শতাধিক একর জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে কয়েকশ পরিবার। এই তিন বা চার ফসলি জমিতে একটি স্বার্থন্বেসী মহল ইটভাটা স্থাপনের জন্য প্রস্তত করছেন। এখানে ইটভাটা প্রস্তত করা হলে পরিবেশ মারাত্নক বিপর্যয় হবে একই সাথে পার্শবর্তী আবাদি জমির আবাদ নষ্ট হবে বলে জানান স্থানীয়রা।
গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন বলেন, আমার বরাবর একটি আবেদন দিয়েছেন এলাকাবাসী। আবেদনটি গ্রহন করেছি এবং একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তকরে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, বেশ কিছু লোকজন আমাকে একটি আবেদন দিয়েছেন আমি তাদের আবেদনটি গ্রহন করেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এসময় গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, জনগনের ক্ষতি করে কেউ ইটভাটা স্থাপন করতে পারবে না। আমরা জনগনের পক্ষে। তাছাড়া ইটভাটার কালো ধোঁয়ার ফলে পরিবেশ ও পার্শবর্তী জমির ফসল নষ্ট হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বদিয়ে দেখা হবে।
আবেদনকারিদের সাথে একাত্বতা ঘোষনা করেন গাংনী পৗর মেয়র আহম্মেদ আলী। তিনি বলেন, কৃষি জমি নষ্ট করে কাউকেই ইটভাটা গড়ে তুলতে দেয়া হবেনা।