মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন তৃতীয় ধাপের মেহেরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভুল বাঁশি বাজাবেনা প্রশাসন। আমাদের ভুল বাশিতে কেউ বিজয়ী হবে সেটা হবে না। নির্বাচনে ভোটারদের ভোট পেয়েই নির্বাচিত হতে হবে। যার ফলে বাইরে ঘোরাঘোরি না করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা গুলো।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ, গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার নাজমুল আলমের পরিচালনায় মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা শিক্ষা অফিসার ও রিটানিং কর্মকর্তা আলাউদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুর রহমান কল্লোল প্রমুখ।
সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্য, নির্বাচনে অংশ গ্রহনকারী বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার রাফিউল আলম বলেন, আইনের বাইরে পুলিশ কাজ করবে না। কারো পক্ষে পুলিশ কাজ করবে না। সাধারণ ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারে পুলিশ সেই ব্যবস্থা করবে।