আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলার ৩ আসামি গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের আবুল কালামের ছেলে লাল্টু মিয়া, আলম হোসেনের স্ত্রী ফেন্সি খাতুন ও আশরাফুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন। সিআর ১৫১/২১ মামলায় তাদের নামে আদালতের পরোয়ানা জারি করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের টিম মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বুধবার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।