জমিজমা সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বাদী আত্তাব আলী (৪৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
আহত আত্তাব আলী গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আব্দূস সাত্তারের ছেলে। আহত আত্তাব আলীকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বামুন্দি বাজারের ব্যাবসায়ীদের প্রতিরোধের মুখে হামলায় ব্যাবহৃত হাতুড়ি ও হেলমেট ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
আজ মঙ্গলবার বেলা ২ টার সময় বামুন্দি বাজারে এ হামলার ঘটনা ঘটে।
জানাগেছে, তেরাইল মৌজার টুনুয়ারা খাতুন ও কিতাব আলীর কাছ থেকে ২ বিঘা জমি ক্রয় করেন আত্তাব আলী। কয়েকবছর পর দেবীপুর গ্রামের ফজলু,ইউসিুফ আলী,সাদের আলী ও খবির উদ্দিন জমি তাদের বলে দাবী করেন এবং জমি দখলের চেষ্টা করেন।
এমন পরিস্থিতিতে আত্তাব আলী তার অধিকার প্রতিষ্ঠায় মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। জমি জমা সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা করায় মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মামুনুর রশিদ ও তার লোকজন মামলার বাদী আত্তাব আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন ।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আহত ব্যাক্তি অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।