গাংনীতে আনুষ্ঠানিকভাবে ধান কর্তন ও ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপজেলার শিমুলতলা ব্লকের বাথানপাড়া মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।
গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ কেএম সাহাবুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক ও উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুসহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।
২০২০-২০২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসূমে বোরো হাইব্রীড ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনী ও ধান কর্তন অনুষ্ঠানে করোনাকালীণ সময়ে কৃষিকে সচল রাখা ও স্বল্প খরচে কিভাবে শস্য উৎপাদন ও কর্তন করা যায় তার বর্ণনা দেন। সেই সাথে কৃষি প্রণোদনার ব্যাপারে প্রধান মন্ত্রীর দিক নির্দেশনাও তুলে ধরেন কৃষি অফিসার একএম সাহাবুদ্দীন।