“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতের বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুণ” প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকাল ৯ টার সময় একটি র্যালি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নার্স সুপারভাইজার হুসনেয়ারা খাতুন. সিনিয়র নার্স আমেনা খাতুন, ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদ ও অফিস সহকারী আসাদুজ্জামান লিটন।
এর আগে আয়োজিত র্যালিতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুপারভাইজার হুসনেয়ারা চামেলী নেতৃত্ব দেন।
র্যালিতে সিনিয়র নার্স রোকেয়া খানম, নুরুন্নাহার বেগম, রাফিজা আক্তার, আমেনা খাতু, রাবিয়া খাতুন, নুরুন্নাহার খাতুন, শাহিনা আক্তার, নাসরিন আক্তার, সুকৃতি মন্ডল, শাকিলা আক্তার, আজমেরী খাতুন, সাথী আক্তারসহ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সবৃন্দ অংশ নেন।
এদিকে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে যোগ দেন গাংনী সন্ধানী নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।