মেহেরপুরের গাংনীতে আবারো শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। মঙ্গলবার সকাল ৮টায় পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নে এ গণটিকা কার্যক্রম শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল পর্যন্ত। প্রত্যেকটি ইউনিয়নের ৬০০ জনকে এ টিকা দেওয়া হয়। গাংনী উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, মানুষের মধ্যে সচেতনতাবোধ ফিরে এসেছে। লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে এ টিকা গ্রহণ করছেন সকলে। টিকা গ্রহণের শুরুর দিকে কিছুটা অনিহা লক্ষ্য করা গেলেও বর্তমানে মানুষ বেশ সচেতন। টিকাকেন্দ্রে পুরুষ ও মহিলাদের আলাদাভাবে টিকা দেওয়ার ব্যবস্থা পরিলক্ষিত হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদ জানান, ৮ আগস্ট ২০২১ তারিখে গণটিকা প্রথম শুরু হয়েছিল আজ দ্বিতীয়বারের মতো উপজেলায় মোট ৬’৫৬২ জনকে এ টিকা দেয়া সম্ভব হয়েছে। তবে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ৫, ৪০০ জনের মধ্যে ৫,২৪২ জনকে টিকা দেয়া সম্ভব হয়েছে। বিভিন্ন কারণে টিকা নিতে পারে নাই ১৫৮ জন। যারা বাকি রয়েছে তাদের ভবিষ্যৎ কি ? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, টিকা প্রদান একটি চলমান কার্যক্রম। যারা কোন কারণে ইউনিয়ন পর্যায় থেকে টিকা নিতে ব্যর্থ হয়েছেন তারা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তাহলে তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।