মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিউল আজিম শাহিনের বিরুদ্ধে চাল, তেলসহ সরকারি নানান সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বামন্দী-কাজিপুর সড়কের নতুন ব্রজপুর গ্রামবাসী সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সবধরনের যানচলাচল বন্ধ করে দেয়। প্রায় আধাঘন্টা ব্যাপি এই ব্যস্ততম সড়কটি সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল
গ্রামবাসী অভিযোগ করে বলেন, শাহিন মেম্বর নতুন ব্রজপুর গ্রামবাসীকে চাল, তেলসহ সরকারি নানান সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে ১৫-২০ জনের কাছে থেকে আড়াই থেকে তিন হাজার টাকা নিয়েছে। ঈদের সামনে সেসব সুবিধা দূরে থাক জনপ্রতি ভিজিএফের ১০ কেজি চাউলও দেয়নি। যার কারণে গ্রামবাসী সকলে রাস্তায় নামতে বাধ্য হয়। মেম্বারের শাস্তির দাবি জানাচ্ছি।