লাইসেন্স বিহীন ইটভাটা ও অবৈধ ড্রাম ট্রাক্টরের টাকায় স্পৃষ্ট হয়ে কদর আলী (৪৫) নামের এক ভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার মঙ্গলবার সকাল ৭ টার দিকে গাংনী ধানখোলা সড়কের আস্থা ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী গাংনী থানাপাড়া এলাকার মৃত লাড্ডু হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
ঘটনার পর থেকে ইটভাটার মালিক স্বপন আলী ও ড্রাম ট্রাক্টর চালক খোরশেদ আলী পলাতক রয়েছে।
ভাটা শ্রমিক ফিরোজা খাতুন ও মহসিন আলী জানান, সকাল সাড়ে ৬ টার দিকে নিহত কদর আলী ইট তৈরীর ছোট হাতে ঠেলা টলি দিয়ে বালি ফেলছিলেন। একই সময়ে ড্রাম ট্রাক্টরে করে চালক খোরশেদ আলী কাঁদা ফেলছিলেন। দুজন দুজনকে পেছনে ফেলে বালি ও কাঁদা ফেলছিলেন তারা। হঠাৎ ড্রাম ট্রলির নিচে পড়ে যান কদর আলী। কদর আলীর মাথা কাঁদা বোঝায় ড্রাম ট্রলির পেছনের চাকার নিচে পড়ে বিকট শব্দে ফেটে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের স্ত্রী ফিরোজা খাতুন জানান, অন্যদিন একটু দেরীতে কাজে গেলেও আজ সকালে সে অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।