মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিতরণ করা হয়েছে ভিজিএফ এর অর্থ। আসন্ন ঈদুল ফিতর ২০২১ উপলক্ষে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকারে দুস্থ অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার চেয়ারম্যান মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলর নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী সহ ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বৃন্দ।
জানাগেছে ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাউলের পরিবর্তে এবার নগদ টাকা প্রদান করা হচ্ছে। গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় মোট ৪২২০ টি পরিবারের মাঝে ৪৫০ টাকা করে প্রদান করা হবে।