মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের একটি মাঠ থেকে ৬টি সেচ পাম্প (মটর) চুরি হয়েছে। ফলে মাঠের আবাদকৃত ক্ষেতে সেচ কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় হাড়িয়াদহ গ্রামের ভিটের মাঠ থেকে সেচ পাম্পগুলো চুরি হয়।
স্থানীয়রা জানান,হাড়িয়াদহ গ্রামের হাজী এরফান মালিথার ছেলে সোহরুদ্দীন,আফছার আলীর ছেলে আমজাদ আলী ভাষান,মৃত কলিমুদ্দীন শেখের ছেলে সাবুর আলী,মৃত দিদার মন্ডলের ছেলে আনছার আলী,মৃত কাবিল আলীর ছেলে ইকতার আলী ও মৃত ওমর আলীর ছেলে জাহিদুল ইসলামের ভিটের মাঠে সেচ পাম্প রয়েছে।
তারা প্রতিরাতের ন্যায় মঙ্গলবার সন্ধ্যা রাতে সেচ পাম্প বন্ধ করে বাড়ি আসে। পরের দিন বুধবার সকালে মাঠে গিয়ে দেখি প্রত্যেকের সেচ পাম্প চুরি হয়ে গেছে।
সেচ পাম্প মালিক কৃষক ইকতার আলী জানান,একই মাঠের ৬টি সেচ পাম্প চুরি হওয়ায় প্রায় তিন শতাধিক আবাদি জমিতে সেচ কাজ বন্ধ করা ছাড়া উপায় নেই। কারণ ধার-দেনা করে সবাই সেচ পাম্প ক্রয় করে মাঠের ক্ষেতে সেচ দিয়ে আসছিলাম।
-গাংনী প্রতিনিধি