মেহেরপুরের গাংনীতে সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তার কর্মসুচীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, থেলাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজি কাদের মোহাম্দ ফজরে রাব্বী।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরশাদ আলীর সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,আহাম্মেদ,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,কাজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলম হুসাইন,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,বামুন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল,ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহামেদ প্রমুখ। গাংনীর বিভিন্ন গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই পূর্বক ক্যানসার ও কিডনি-৩৪,ভিক্ষুক পূর্নবাসন-২০জন মোট ৫৪ জনের মাঝে সরকারি এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।