মেহেরপুরের গাংনীতে তিনটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে উপজেলার করমদি গ্রামের পাগলা ব্রিজের নিকট থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি টি গ্রেফতারকৃত শরিফুল ইসলাম করমদি গ্রামের আনারুল ইসলামের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার করমদি গ্রামের আনারুল ইসলামের ছেলে শরিফুল ইসলামের নামে জিআর নং-১৭০/১৯, জিআর নং-৪৭/২০, জিআর নং-৩৭/১৯ নম্বরসহ মোট তিনটি মামলা রয়েছে। শরিফুল ইসলামকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।