মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর কেএনএসএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা উপকেন্দ্রের সহকারী সচিব আব্দুল হালিমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের অভিযোগ তুলে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে ৯জন শিক্ষক আবেদন করেছে।
অব্যহতির আবেদন গত বৃহস্পতিবার (১১ই মে) পরীক্ষার মূলকেন্দ্রে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র সচিবের কাছে জমা দেন ওই ৯জন শিক্ষক। কেএনএসএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রের সহকারী সচিব আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ তুলে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহতি চাওয়া শিক্ষকেরা হলেন- কাজিপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের (৩জন শিক্ষক) সহকারী শিক্ষক তাহাজ উদ্দিন, সহকারী শিক্ষক ইয়াসমিন আক্তার, সহকারী শিক্ষক হাফিজুর রহমান। কাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভীন, হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের (৫জন শিক্ষক) সহকারী শিক্ষক তানভীর আক্তার, সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক লাভলী খাতুন, সহকারী শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক বেলাল হোসেন।
বিষয়টি নিয়ে কথা হয় স্বেচ্ছায় অব্যহতি চাওয়া শিক্ষকদের সঙ্গে। তারা ওই উপকেন্দ্রের সহকারী সচিব আব্দুল হালিমের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তুলেন।
অব্যহতি চাওয়া কাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন বলেন, ‘পরিক্ষার ডিউটিতে থাকা সব শিক্ষকই উপকেন্দ্র সচিবের খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে মূলকেন্দ্রর সচিবের নিকট লিখিত অভিযোগ দিয়েছি।
তবে কেএনএসএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী কেন্দ্র সচিব আব্দুল হালিম বলেন,’আমি নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র ও সুষ্ঠু পরিবেশ ঠিক রাখতে কাজ করেছি; যারা অভিযোগ করছেন তারা আমার কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া তাদের আত্নীয়দের ও লোকজনদের সহোযোগিতা কিংবা নকল করতে পারছেনা তাই তারা আমার বিরুদ্ধে এসব ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তুলছে।’
এবিষয়ে এসএসসি পরীক্ষার মূলকেন্দ্র সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সচিব আব্দুর রশীদ বলেন, ‘একটি লিখিত অভিযোগ জমা হয়েছে উপকেন্দ্রের সহকারী সচিবের বিরুদ্ধে। বিষয়টি আমি ইউএনও’কে (উপজেলা নির্বাহী অফিসার) অবগত করেছি।’
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন,’বিষয়টি আমি অবগত হয়েছি সহকারী কেন্দ্র সচিবের সাথে সমস্যার বিষয়ে আজ শনিবার মূলকেন্দ্রের সচিব বসবেন এবং কি-হয় সেটা আমাকে জানাবে।’