গাংনীতে গোপনে গঠিত আর বি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ রবিবার সকাল ১০ টার সময় আর বি জি এম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গোপনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠন করেন। যেটা আমাদের অজানা। আমরা এই কমিটি মানিনা। আমরা অতি দ্রুত এই কমিটি বাতিল করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার জোর দাবি জানদচ্ছি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আর বি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সবুজ খান।
রামনগর গ্রামের ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে।এমনকি গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছে। এলাকাবাসী জানে না।তাই এই কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।তাছাড়া প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথেও দুর্ব্যবহার করে।
মানববন্ধনের সমন্বয়ক মো. বিপ্লব হোসেন বলেন, বিদ্যালয়ের গোপনে কমিটি গঠনসহ নানা অনিয়ম রয়েছে তাঁর বিরুদ্ধে। এই কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানাচ্ছি সেই সাথে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছি।
আর বি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম খান বলেন, প্রধান শিক্ষক কিভাবে কমিটি গঠন করেছে তা আমি কিছুই জানিনা। আমি চায় নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কমিটি গঠন করা হোক।মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আর বি জিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান লিখন বলেন, আমি নিয়মের বাইরে কোনো কাজ করিনি। সবকিছু নিয়মের মাধ্যমে হয়েছে।
এ বিষয়ে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হোসনে মোবারক বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগে অনিয়ম পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।