মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের গাংনী শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। করোনা মহামারী মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন স্কুলগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে দেশব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জালাল আহমেদ। বক্তব্য রাখেন, হেমায়েতপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন, সহকারী শিক্ষিকা দিলরুবা, হেমায়েতপুর প্রত্যাশা বিদ্যানিকেতনের শিক্ষক আব্দুল গাফফার ও এফ আই ইংলিশ ভার্শন স্কুলের পরিচালক ফিরাজুল ইসলাম ।
উপজেলার ২০টি কিন্ডারগার্টেন স্কুলের ২৫০ জন শিক্ষক শিক্ষিকা কর্মসুচিতে অংশ গ্রহন করেন।