মেহেরপুরের গাংনীতে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, জেলা কন্যশিশু অ্যাডভোকেসী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্যে এ ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। সভা শেষে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট দশটি কিশোর-কিশোরী ক্লাবের কাছে বাদ্যযন্ত্র ও খেলাধূলার সামগ্রী বিতরণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও কিশোর-কিশোরী ক্লাবের নেতৃবৃন্দ।