মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে চান মিয়া নামের এক কৃষকের এক বিঘা কলা ক্ষেতে ঝুলন্ত কলার কাদি কর্তন করেছে দূবিত্তরা।
আজ বৃহস্পতিবার ভোরে এ কাদি গুলো কেটেছে বলে অভিযোগ করেন ক্ষেত মালিক। ক্ষেত মালিক ঢেপা গ্রামের নুর মোহাম্মদের ছেলে চান মিয়া জানান, এক বিঘা জমি গ্রামের একজনের নিকট থেকে বর্গা নিয়ে কলার আবাদ করা হয়েছে। খরচ-খরচা করে কষ্ট করে কলা গুলো গাছ গুলোর পরিচর্যা করা হয়েছে।
কলা গুলো বেশ হয়েছে, অল্প কয়েকদিন পরেও বিক্রয় করা যেত কিন্তু এর মধ্যে গতকাল রাতে কে/ কাহারা এ ক্ষতি সাধন করেছেন।
তিনি আরো বলেন, প্রতি দিনের মতই সকালে ক্ষেতে গিয়ে জমির অধিকংশ কলা গাছ গুলোর কাদি গুলোকে নিচে পরে থাকতে দেখতে পায়। এসময় নিজের ক্ষয়ক্ষতির বর্ণনা দেন তিনি।
এছাড়াও তিনি অভিযোগ করে বলেন কয়েকদিন আগে একটি ছাগল পন্টে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় একজনের সাথে শত্তুতার সৃষ্টি হয়েছে। তাছাড়া আমার তেমন কারোর সাথে শত্তুতা নেই বলেও নিশ্চিত করেন।
মেপ্র/ আরপি