মেহেরপুরের গাংনীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কমিটির উদ্দোগে ঔষধের দোকান মনিটটিং করা হয়েছে। শনিবার সকালে গাংনী বাসষ্ট্যান্ডের বেশ কয়েকটি ঔষধের দোকানে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
গাংনী কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কমিটির সদস্যগন এ আপদকালীণ মূহুর্তে ভোক্তাদের অধিকার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করেন। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কমিটি সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জনগনের সঠিক দূরত্ব বজায় রাখা, নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষধ বিক্রী না করে অন্যত্র সরিয়ে ফেলা, ভোক্তাদের নিকট থেকে ঔষধের দাম বেশী না নেওয়া এবং করোনা ভাইরাস প্রতিরোধে সকল সরকারি নিয়ম নীতি মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন।
কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম করোনা ভাইরাসের লক্ষণ গুলো তুলে ধরেণ এবং প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।
কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম খাইরুল আলম জানান এ আপদকালীণ সময়ে বিনা মূল্যে ঔষধ দিয়েও তারা গরীব অসহায় রোগীদেরকে এ কমিটির মাধ্যমে সেবা করতে চায়, এ সময় অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু উপস্থিত ছিলেন