গাংনীতে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কোভিড-১৯ ভ্যাকসিন (করোনা প্রতিষেধক) এসে পৌঁছিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার সময় মেহেরপুর সিভিল সার্জন অফিস থেকে শীতাতাপ নিয়ন্ত্রিত মাইক্রোযোগে এই ভ্যাকসিন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায় ।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রিয়াজুল আলমের নেতৃত্বে একটি মেডিকেল টিম ভ্যাকসিন গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী, গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান, গাংনীর মেডিকেল অফিসার ডা. খোকন রেজা, ইপিআই টেকনিক্যাল অফিসার আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী আসাদুল ইসলাম লিটন প্রমুখ।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, গাংনীতে ৫৪৮ টি ভ্যাকসিন পাওয়া গেছে। অনলাইনে আবেদনকৃত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে। ৪ সপ্তাহ পরে আবারও ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন গ্রহণের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফবৃন্দ ও সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।