মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের ডুবার মাঠ নামক স্থানে মাটি কেটে বহন করায় রাস্তায় স্বাভাবিক চলাচলে বাঁধা সৃষ্টি হওয়ায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো জমির মালিক এ উপজেলার মটমুড়া গ্রামের হাদিপাড়ার মৃত জোয়াদ আলির ছেলে রিয়াস্তুল্লাহকে ১০ হাজার টাকা, মাটি বহনকারি গাড়ির মালিক হোগলবাড়িয়া গ্রামের হানিফের ছেলে রাশিদুল ইসলামকে ২ হাজার টাকা, গাড়ির চালক মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ রকি আলিকে ১হাজার টাকা, শ্রমীক মোঃ আলম এর ছেলে রানা আহম্মেদ ও মোঃ আশমত আলির ছেলে মো আশরাফ উদ্দিনকে ১ হাজার করে মোট ৫জনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, গণউপদ্রব আইন ১৩৩ এর দন্ডবিধির ২৯১ ধারায় জড়িত ৫জনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
-গাংনী প্রতিনিধি