গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্প অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মার্জিয়া খাতুন ওরফে ময়না (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
মাজিয়া খাতুন ওরফে ময়না কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মনাইকুন্ডি গ্রামের বাদল মোল্লার স্ত্রী।
আজ সোমবার (২২ মে) সকাল সাড়ে ৮ টার সময় বামন্দী-বেতবাড়িয়া সড়কের রামনগর বাজারের কাছ থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম আজাদ ও তার সঙ্গীয় ফোর্স।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নারী মাদক ব্যবসায়ী ময়না খাতুন পুটলার মধ্যে করে গাঁজা নিয়ে বামন্দীর দিকে যাচ্ছিলেন রামনগর বাজারের উপর তাকে পুলিশ চেক করে গাঁজা পান। পরে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশে হস্তান্তর করেন।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ।
আজ সোমবার দুপুরের দিকে আটক ময়না খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।