এক কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম এ উপজেলার ঝোড়াঘাট ভাটার মাঠ এলাকায় এ অভিযান চালায়। এসময় মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকা ও মাদ বহনের কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার হরিপুরের মৃত লোকমান মোল্লার ছেলে এলিম মোল্লা(৩৮), মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুরের জিল্লুর রহমানের ছেলে রাশিদুল(৩২) ও আব্দুল আজিজের ছেলে মতিউর রহমান(৩২)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গাংনীর ঝোড়াঘাট ভাটার মাঠে মাদক কেনা বেচা হচ্ছে মর্মে এসআই শরীফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান চালায়। এসময় তাদের কাছে গাজা ও ফেনসিডিল পাওয়া গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকা ও তাদের ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটর সাইকেল( যার নং- কুষ্টিয়া ল- ১১- ৬১৭৪)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।