মেহেরপুরের গাংনী উপজেলার করমদি শিকদার পাড়ায় পারিবারিক কলহের জের ধরে কাজলি খাতুন (২৩) নামের এক গৃহবধুর ডসলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে॥ খবর পেয়ে গাংনী থানা পুলিশ ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে । নিহত গৃহবধু করমদি শিকদার পাড়ার জসিম উদ্দিনের স্ত্রী। আজ রবিবার সকালে স্বামীর বাড়ির ফ্যানের সাথে ঝুলন্তাবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, করমদি বাঘারপাড়ার ময়নাল হকের মেয়ে কাজলি খাতুনের বিয়ে হয় একই গ্রামের জসিম উদ্দিনের সাথে। কয়েকবছর সংসারও করছে তারা। সকালে জসিম উদ্দিন ঘুম থেকে উঠে চায়ের দোকানে যায়। ঘন্টা খানেক পর বাড়িতে এসে দেখেন কাজলি খাতুন সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছ্ ে। এসময় জসিম উদিদন চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে দেখে কাজলি খাতুন মারা গেছে। পরে পুলিশকে খরব দিলে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানা হেফাজতে রয়েছ্ ে। গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) বজলুর রহমান জানান বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। পরে জানানো হবে।