গাংনীতে গোসল করতে গিয়ে প্রাণ হারালেন শাহিন আলম (৩৫) নামের এক বালি ব্যবসায়ী। বিদ্যুত চালিত মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি।
নিহত শাহিন আলম বাঁশবাড়ীয়া গ্রামের বাজারপাড়া এলাকার রেজাউল হকের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্টের এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী পৌর সভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন জানান, শাহিন সারাদিনের কাজ সেরে নিজ বাড়িতে গোসল করার জন্য বিদ্যুৎ চালিত মটরে পানি নিতে যান। তিনি মটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে, কর্তব্যরত চিকিৎসক আতিকুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আতিকুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই শাহিন আলমের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাম্পের তারের ত্রুটির কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।