মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর বর্ডারপাড়ার জাহাঙ্গীর আনাম নামের ব্যক্তির বাড়ি থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় বাড়ি মালিক জাহাঙ্গীর আনাম (৪০) নামের ঐ ব্যক্তি পালিয়ে যায়।
বুধবার দুপুরে এস আই অজয় কুমার কুন্ডু ও এ এস আই জসিম উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। পরে মেহেরপুর জেলা গোয়েন্দা কার্যালয়ে উদ্ধাকৃত ফেন্সিডিল নিয়ে আসা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনীর কাজীপুরে একটি বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বাড়ি মালিক পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গাংনী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মেপ্র/এমএফআর